নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে সিটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে মো. হযরত আলী (২৫) ও মো. বেলায়েত হোসেন (৫৯) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদের মধ্যে মো. বেলায়েত হোসেন রোববার (২১ নভেম্বর) সকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে মো. হযরত আলী শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। নিহতদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়। এছাড়া চিকিৎসাধীন অপর দগ্ধ মো. সিরাজুল ইসলাম (৬০) এর শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন দুই জনের মৃত্যুর বিষটি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অপর দগ্ধ মো. সিরাজুল ইসলাম (৬০) এর শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২০ নভেম্বর) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।









Discussion about this post