কোন অবস্থাতেই যানজটের দূর্ভোগ বন্ধ করা যাচ্ছে না । রূপগঞ্জের হাইওয়ে কিংবা মহাসড়কে এমন দূর্ভোগ নিত্যকার ঘটনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টানা দুই দিন সড়কটির উভয় দিক মিলিয়ে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে রয়েছে বিভিন্ন যানবাহন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সোমবার সকালে কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় ‘পূর্বাচল ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেতন-ভাতার দাবিতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটির চারলেনের কাজ চলমান থাকায় বিভিন্নস্থানে একপাশ বন্ধ রেখে কাজ চলছে। এর ফলে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে মীরেরবাজার পর্যন্ত উভয় পাশে এই যানজটের সৃষ্টি হয়েছে।
এতে উত্তরাঞ্চল থেকে চট্টগ্রাম বন্দরগামী ও চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী যানবাহনের চালক ও যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
রংপুর থেকে চট্টগ্রাম বন্দরগামী মালবাহী কাভার্ডভ্যান চালক জামাল মিয়া বলেন, ‘সোমবার সকালে রওনা দিছি। এখন পর্যন্ত কাঞ্চন সেতুর টোল প্লাজা পার হতে পারি নাই। জানি না কতক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছবো সেটাও বুঝতে পারছি না।’
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘পাশ্ববর্তী কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় ও এশিয়ান হাইওয়ে সড়কটি চারলেন করার জন্য কালীগঞ্জ এলাকায় কাজ শুরু হয়েছে। যার দরুন এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কের রূপগঞ্জ থানাধীন এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি, রূপগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরের কালীগঞ্জ থানাধীন এলাকায় যেখানে যানজটের সূত্রপাত হয়েছে সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ শুনেছি তেমন সহায়তা করছে না। যদি সহায়তা করতো তাহলে যানজট এত দীর্ঘ হতো না। তারপরও আশা করছি খুব তাড়াতাড়ি যানজট নিরসন করা সম্ভব হবে।’









Discussion about this post