রংধনু গ্রুপের ইডি ও ছাত্রলীগের সাবেক সভাপতি প্রতারক মাসুম চৌধুরী অপুকে একাধিক প্রতারণা মামলায় গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ অঞ্চল) মাহিন ফরাজি।
পুলিশের এই কর্মকর্তা মাহিন ফরাজি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, কিছুক্ষণ পুর্বে ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু কে গ্রেফতার করা হয়েছে৷
বিস্তারিত পরে জানাতে পারবো ।
রূপগঞ্জের প্রভাবশালী ভুমিদস্যুদের গডফাদার রংধনু গ্রুপের কর্ণধার রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ঘনিষ্ট সহযোগি মাসুম চৌধুরী অপু নানাভাবে পুরো রূপগঞ্জ এলাকায় প্রতারণা ছাড়াও সাধারণ মানুষকে হয়রান, হুমকি ধমকি দিয়ে নিজেদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করে আসছিলো । এমন অপকর্মের কারণে আন্ডা রফিকের প্রভাবে পুলিশকে নানাভাবে ম্যানেজ করে ভূমিদস্যুতা ছাড়াও সকল ধরনের অপরাধে অপু ও তার বাহিনীর সদস্যরা ছিলো সিদ্ধহস্ত ।
শাসক দলের নাম ব্যবহার করে এমন অপকর্মের জন্য পুলিশের অনেকেই ছিলো আন্ডা ও অপু বাহিনীর নিয়ন্ত্রণে। অসংখ্য ওয়ারেন্ট থাকার পরও এই অপরাধীকে এতোদিন কেন গ্রেফতার হয় নাই এমন প্রশ্নে রূপগঞ্জ থানার নির্ভরশীল একটি সূত্র জানিয়েছেন, খোদ ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) যখন এই অপরাধীদের সাথে মিলেমিশে চলাফেরা করেন তখন ওয়ারেন্টের নথি আর খুজে পাওয়া যায় ।
এমন ঘটনায় দফায় দফায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সরকারী মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই এবং গ্রেফতারকৃত ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপুর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সার্বিক তথ্য পাওয়া যায় নাই ।









Discussion about this post