নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কঠোর লকডাউনের প্রথম দিন বুধবার সকাল থেকে ৮০টি প্রাইভেটকার আটক করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান করেন তিনি।
বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচলও বাড়তে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। এসময় প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।
তিনি আরও জানান, শাস্তি স্বরূপ গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোন জরিমানা করা হয়নি।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।
লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নিতে যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
অপরদিকে মহাসড়ের চট্টগ্রামমুখী অনেক যান বাহন চলাচল করতে দেখা গেছে । বিশেষ করে মটর সাইকেলে করে দূরপাল্লায় যাত্রী পরিবহনের চিত্রও ছিলো মারাত্মক । কখনো একেবারেই প্রকাশ্যে আবার আইনশৃংখলা বাহিনীর কঠোরতায় আড়াল অবস্থান নিয়েও যাত্রী পরিবহণ করছে মটর সাইকেল চালকরা ।









Discussion about this post