রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম শুক্রবার এশার নামাজের সময় বারিধারা-বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মুহতামিম।
সোনারগাঁয়ে জান্নাতুল ঝর্ণা কে নিয়ে আটকের পর নাশকতা ও নানা তান্ডবের পর ঝর্ণা ও মামুনুল কে নিয়ে মুখ্য ভুমিকা পালন করতে ব্যপক তৎপরতা চালায় মনির হোসেন কাশেমী।
এছাড়াও গত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ) আসনে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সাথে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরিচিত পায় মনির হোসেন কাশেমী ।
ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।








Discussion about this post