নারাযণগঞ্জ নিউজ আপডেট :
সাদমান সাকি নিখোঁজের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত রয়েছে একটি কুচক্রী মহল । প্রকৃত পক্ষে শিশু সাদমান সাকি কে উদ্ধরের চেষ্টা না করে গত দেড় বছরে নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে । আর এখন নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল কে জড়িয়ে মানববন্ধন করে পরিস্থিতি ঘোলাটে করছে চক্রান্তকারীরা। সজলের বিরুদ্ধে এমন চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ।
বুধবার ২০ মার্চ নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কয়েকজন কাউন্সিলর ।
সংবাদ সম্মেলনে সকল কাউন্সিলরদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিক প্যানেল মেয়র ২ এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। লিখিত বক্তব্যে মতি বলেন, একটি চক্র নাজমুল আলম কে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য মিথ্যা ষড়যন্ত্র করছে। সাদমান নিখোজের বিষয়ে সজল কোন ভাবেই জড়িত নয়।
তিনি বলেন, গত ১৬ মার্চ কিছু জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সাদমান নিখোঁজের বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে সাদমানের পিতা যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা এবং বানোয়াট। আমরা ঐ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে সকল কাউন্সিলর ই মতামত দিতে গিয়ে বলেন, নিখোঁজ থাকা শিশু সাদমান সাকি কে ফিরে পেতে আমরা সকলেই একমত । কিন্তু এই অপহরণ মামলা সাকির এপন নিজেই চায় না বলে অনেক প্রমাণ পাওয়া গেছে । যা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে । সাকির চাচা নিজেই অপহরণের পর মোবাইলে টাকা চেয়ে দুধের কথা বলে প্রথমে সাড়ে ৪ হাজার টাকা নেয় । এরপর দাবী করা হয় ৫ রাখ টাকা মুক্তিপন । নিখোজ থাকা শিশুর চাচাকে গ্রেফতারের পর বাদী ওমর খালেদ এপননিজেই ছাড়িয়ে আনলো অপহরণকারী হিসেবে টাকা গ্রহণকারী ও মোবাইলে মুক্তিপন চাওয়া চাচা সাদিম। আমরা সকলেই শিশুরে উদ্ধার চাই এবং ঘৃন্য রাজনৈতিক স্বার্থ হাসিলকারীদের বিচার দাবী করছি ।









Discussion about this post