সোনারগাঁয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে ইটসহ বস্তা বন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসার মাঠে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতুহল বশত খুলে লাশ দেখতে পায়। পরে এলাকার লোকজন কাঁচপুর নৌ পুলিশে খবর দিলে পুলিশের একটি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্বার করে।তবে লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এই বিষয়ে কাঁচপুর নৌ পুলিশের (ওসি) হুমায়ুন কবির জানান,মঞ্জিলখোলা মাদ্রাসার নদীর তীরে বস্তা বন্দি ৫-৮টি ইটসহ আনুমানিক ৩৫ বছর বয়সী (পুরুষ) ব্যক্তির পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল র্যাব এর ২৭ জন কর্মকর্তা ও সদস্য নারায়ণগঞ্জ আদালত থেকে অনুসরণ করে অ্যাডভোকেট চন্দন সরকার, নাসিক কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত (৭) জনকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে লাশ কোন অবস্থাতেই যাতে ভেসে না উঠে এমন পরিকল্পনায় অপহৃতদের পেট কেটে ইটের বস্তা বেধে শীতলক্ষ্য নদীর কাঁচপুর থেকে ট্রলারের মাধ্যমে বন্দর এলাকায় নিয়ে এনে লাশ নদীতে ভাসিয়ে দেয় ।








Discussion about this post