সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীসূত্রে জানা যায়, সকালে আটিগ্রাম এলাকায় পারটেক্স গ্রুপের আম্বর পাল্প এন্ড পেপার মিলের পিছনে শীতলক্ষ্যা নদীতে বস্তাবন্দী ভাসমান লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নৌ-পুলিশ গিয়ে বেলা ১২টায় লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে নৌ-পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় পাওয়া যায়নি।









Discussion about this post