নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমভি সারিজা আলম-২ নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাঁক্কায় এমবি মাটি এন্টারপ্রাইজ নামের একটি বালুবাকী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে বাল্কহেড ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বন্দর থানার মাহমুদনগরস্থ বাংলা সিমেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র ডুবুরী দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর থেকে তেলবাহী ট্যাংকর পলাতক রয়েছে ।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, বৃহস্পতিবার এমভি সারিজা আলম-২ নামের একটি তেলবাহী ট্যাংকার গোদনাইল থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে এমবি মাটি এন্টারপ্রাইজ নামের একটি বালুবাকী বাল্কহেড চাঁদপুর থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বন্দর উপজেলার মাহমুদনগরস্থ বাংলা সিমেন্টের সামনে ট্যাংকারের ধাঁক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। ওই সময় বাল্কহেডে থাকা সুকানি ও লেবাররা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহীদুল আলম জানান, ধাক্কা দেওয়া ট্যাংকারটি আটক করা যায়নি। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।









Discussion about this post