“শেখ হাসিনা আপনার আশকারা পেয়ে কোথায় উঠেছে এই বানর। বানর লাফ দিয়ে আপনার মাথায় উঠেছে। আজকে বানরটাকে নিচে নামাতে পারছেন না। ওই বানরটাকে নারায়নগঞ্জবাসী শেষ করবে। ওই বানরটাকে রাজনীতির কবর নারায়নগঞ্জবাসী দিবে।”
এভাবেই কঠোর ভাষায় সংসদ সদস্য শামীম ওসমানকে ঈঙ্গিত করে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম ।
শনিবার (৮ জানুয়ারি) নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তনে সাংস্কুতিক জোটের আয়োজনে মেধাবী ছাত্র ত্বকী হত্যার ১০৬ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে অ্যাড. মাসুম ।
শামীম ওসমানকে ঈঙ্গিত করে তিনি বলেন, দল করে সেই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনি। তৈমূর আলম খন্দকার জনতার প্রার্থী তাহলে আইভী কার প্রার্থী ? আইভীই হচ্ছে জনতার প্রার্থী । তৈমূর আলম খন্দকার ওসমান পরিবারের প্রার্থী। উনি শামীম ও সেলিম ওসমানের প্রার্থী। উনি জামায়াত ও শিবিরের প্রার্থী। মুখে বলেন স্বৈরাচার কালকে তো স্বৈরাচারি দলের চেয়ারম্যানদেরকে নিয়ে নেমেছেন। আমি নির্বাচন কশিশনারের কাছে জানতে চাই জনপ্রতিনিধি জনগণের ভোটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেই চেয়ারম্যানরা কিভাবে মিছিলে আসে। নির্বাচন কমিশন ওই ওসমানের প্রতি মাথানত করবেন না। তাহলে কিন্তু জনগন রুখে দাড়াবে।
অ্যাডভোকেট মাসুম আরো বলেন, বাদরামির একটা সীমা আছে। বাদরামি করতে গিয়ে তার চিরশত্রুকে সাপোর্ট দিচ্ছে। আর ওই চিরশত্রু কিনা বলে অমি জনতার হয়ে গেলাম। জনতা কি আপনাকে লিজ দিয়েছ্। আবার বলে আমার প্রচারণায় গনজোয়ার এসেছে। জোয়ার তো ১৬ তারিখে দেখবেন। আমরা কোন মার্কা বুজি না। আমরা বুজি মার্কা মেয়র আইভী। এই নারায়নগঞ্জের মানুষ শান্তিতে থাকতে চাই। তাই তারা বারবার মেয়র আইভীকে নির্বাচিত করেছে।
ভবানী শংকর রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসসহ প্রমুখ।









Discussion about this post