নারায়ণগঞ্জ নিউজ আপডেট
হাজারো চেষ্টা করেও শেষ পর্যন্ত রক্ষা পেলো না প্রতারণা মামলার আসামী খদিজা খানম লুনা । প্রথমে থানা থেকে তদ্বির পরে জামিন যোগ্য মামরায় আদালতে জামিন পাওয়ার আশা করলেও শেষ পর্যন্ত কারাগরে যেতে হলো লুনার । শহরের নয়াপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ । প্রতারক লুনার জন্ম সৌদি আরবে হলেও পিতার নাম দেয়া হয়েছে সামছুদ্দিন ।
শহরের পাইকপাড়া নয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হলেও তার সঠিক পরিচয় কেউ জানে না । তিনি ৬নং নয়াপাড়া এলাকায় দখিন হাওয়া বিউটি পার্লার এন্ড বুটিক হাউজের নামে অনেকের কাছ থেকে নানা অজুহাতে টাকা নিয়ে তা ফেরৎ না দেয়ায় মামলা দায়েরের পর আদালত ওয়ারেন্ট ইস্যু করে ।
আদালতের ওয়ারেন্টের কারণে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ প্রতারণা মামলায় গ্রেফতার করলে এই প্রতারক খাদিজা খানম লুনাকে থানা থেকে ছাড়াতে ব্যাপক তদ্বির চালায় শহরের অনেকেই । বিশেষ বিশেস নামধারীদের অনেকেই লুনার পক্ষে তদ্বির চালিয়ে ব্যর্থ হলে পুলিশ আদালতে প্রেরণ করে ।
বুধবার ২৬ ফেব্রুয়ারী দুপুরে আদালতে পাঠানোর পর প্রবীন আইনজীবী গিয়াস উদ্দিন মৃত্যু বরণ করায় আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকায় কারাগারের পাঠানো হয়েছে প্রতারক লুনাকে ।
পুলিশ গ্রেফতারের পর থানায় নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে লুনা বলেন, তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই । কোন ওয়ারেন্ট ও নাই ।









Discussion about this post