আবদুর রউফ জীবদ্দশায় বিশাল সম্পত্তি রেখে যাওয়ার ঘটনায় একের পর এক মামলা । পারিবারিক চরম দ্বন্ধ । মা ও ভাইয়ের বিরুদ্ধে অকথ্য আচরণের পর আদালতে একের পর এক অশ্রাব্য ভাষায় বাক্য প্রদর্শনসহ সম্পত্তির বন্টন মামলা করে বোনদের সকেলেই । সবশেষ সম্প্রতি এক ভাড়াটিয়া এমন পারিবারিক সুযোগ নিয়ে বাড়া প্রদান করা থেকে বিরত থেকে ফায়দা হাসিল করতে চাইছে । একই সাথে বাংরাদেশ ইয়ার্ণ মাচেন্টের সভাপতি লিটন সাহা পারিবারিক দ্বন্ধে নিজেকে জড়িয়ে স্বার্থ হাসিল করতে চেষ্ট করছে বলেও অভিযোগ উঠেছে । লিটন সাহা প্রয়াত আবদুর রউফের সম্পত্তির ঘটনায় হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ জমা দিয়েছে সদর থানা পুলিশের কাছে । যা নিয়ে চলছে বিতর্ক……..
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
শহরের চাষাঢ়ায় লুৎফা টাওয়ারের মালিক আব্দুর রউফের মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া তার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে মা লুৎফা বেগম ও ভাই লুৎফর রহমান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রয়াত আবদুর রউফের চার মেয়ে ও তাদের জামাতাগণ ।
রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আব্দুল হামিদ খান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে মৃত আব্দুর রউফের চার মেয়ে আসমা আক্তার সুইটি, মাহমুদা মাকসুদ সোনিয়া, তানিয়া রউফ অথী, সাদিয়া রহমান স্নিগ্ধাসহ তাদের স্বামীরাও উপস্থিত থেকে এর প্রতিকার চেয়ে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মেয়েদের পক্ষে মাহমুদা মাকসুদ সোনিয়ার স্বামী আল মাকসুদ এক লিখিত বক্তব্যে বলেন, লুৎফা টাওয়ারের মালিক আব্দুর রউফ মারা যাওয়ার পূর্বে তার এক ছেলে ও চার মেয়েকে ওয়ারিশ হিসেবে রেখে যান। কিন্তু তিনি মারা যাওয়ার পর চার বোনকে বঞ্চিত করে ভাই লুৎফর রহমান সুমন পিতার সম্পত্তি সম্পূর্ণই দখলে নিয়ে নেয়। এ বিষয়ে তাদের মা লুৎফা বেগমও সহযোগিতা করছেন ভাইকে। এমনকি আমাদের বিরুদ্ধে সদর মডেল থানা ও ফতুল্লা থানায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে জিডি করে। কিন্তু এ বিষয়ে আমরা একাধিকবার থানায় গিয়ে কোন সহযোগিতা পাইনি। বাবার ওয়ারিশ হিসেবে সম্পত্তির ন্যায্য অংশ ও সকল আয় বন্টনের জন্য ভাইকে বার বার অনুরোধ করা হলেও সে তা না করে সব কিছু দখলে নিয়ে নেয়। এ অবস্থায় আমরা চার বোন কোন উপায় না দেখে আমাদের পিতার সমস্ত জমির ন্যায্য অংশ আমাদের নিজেদের নামে নামজারী করে নেই। বিষয়টি জানার পর আমাদের উপর আমার মা ও ভাই পৃথক তিনটি মামলা দায়ের করেন। এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের স্বামীসহ চার বোন ও আমাদের এক বোনের দুই বছরের এক বাচ্চাসহ জেল খাটায়।
মৃত আব্দুর রউফের চার মেয়ে বলেন, আমার মা লুৎফা বেগম ও ভাই লুৎফর রহমান বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি ও ক্রমাগত ভয়ভীতি দেখাচ্ছেন। এই অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর কাছে সকল মিথ্যা মামলার তদন্ত সাপেক্ষে সকল মামলার নিষ্পত্তি ও ন্যায় সংগত হস্তক্ষেপ কামনা করছি।









Discussion about this post