নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের স্ত্রী তৌফিজা বেগম ইন্তেকাল করেছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মৃত্যু বরণ করেন।
বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় বাদ আছর নামাজে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ সাইলো রোড কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
এসময় রাজনৈতিক অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির সাবেক এই এমপির স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা নিবাসে এসেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় মেয়র তার পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। মেয়র আইভীর সাথে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমূখ।









Discussion about this post