সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৮৫ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন (৩৬) নামের একজনকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে চিটাগাং রোডের এক্সিম ব্যাংকের শিমরাইল শাখার সামনে চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়।

র্যাব জানায়, ৮৫ কেজি গাঁজার বাজার মূল্য ২১ লাখ টাকা। দেলোয়ারের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা বীণা রানী দাস।









Discussion about this post