নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিতার চোখের সামনেই ছোট ভাই নূর নবী মরণ তারই বড় ভাই মোস্তফাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সোনামিয়া মার্কেট শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের পিতা, এক ভাই ও মোস্তফার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত মোস্তফা তালুকদার সোনামিয়া বাজার এলাকার হানিফ তালুকদার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহীন শাহ পারভেজ। তিনি জানান, মোস্তফা ও মরণ দুই ভাই একই সাথে সোনা মিয়া মার্কেট এলাকাতে ব্যবসা করে। এদিন রাতে তাদের এক ভাইয়ের সাথে পিতার ঝগড়া হয়। এক পর্যায়ে সে ঝগড়া মরণ ও মোস্তাফার মধ্যে ছড়িয়ে পড়ে।
শাহীন শাহ পারভেজ বলেন, ঝগড়ার এক পর্যায়ে বিক্ষুব্ধ ছোট ভাই মরণ তাদেরই দোকানের চাউলের নল (বস্তা থেকে চাল বের করে আনার সূচালো যন্ত্র) দিয়ে বড় ভাইয়ের ডান পাশের বুকে কুপিয়ে আহত করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, মোস্তফার মরদেহ এনে তারা কাউকে কিছু না জানিয়ে দাফন করার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়। পরে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী মরণ ঘটনার পরপরই পালিয়ে গেছে ।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে নূর নবী মরণকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকেই হত্যাকারী ছোট ভাই নূর নবী মরণ পালিয়ে যায় । তাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।









Discussion about this post