নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহীম কাজীর ভাই সুমন কাজী মোঃ সোহেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন। এতে অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
১০ নভেম্বর রাত সাড়ে ১১টায় সানাড়পাড় এলাকায় পিডিকে পাম্পের সামনে ব্যবসায়ী কাজী মটরস এর প্রোপাইটর ইব্রাহীম কাজী বাসায় ফেরার পথে তার কাছ ৪/৫ জন ছিনতাইকারী ৮৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় ভুক্তভুগীর চিৎকারে আশেপাশের লোকজন একজনকে আটক করে উত্তম-মধ্যম দেয়। পরে আত্মীয়-স্বজন খবর পেয়ে এসে বিচার-শালিসের মাধ্যমে মিমাংসা করার কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরদিন সকালে ওই ছিনতাইকারীর বাবা উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেন সিদ্ধিরগঞ্জ থানায়।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মো. আবু হানিফ জানান, উক্ত ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post