সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে ৩ গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করা হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদনান টাওয়ার ৭ম তলা ভবনের ৪র্থ তলায় বিকাল সাড়ে ৬ টায় এ দুর্ঘটনাটি ঘটে।
বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, কারও অবস্থাই ভালো না। দগ্ধরা হলেন, পারভেজ (২৮) ৯৯ শতাংশ, মামুন (২৭) ৯৯ শতাংশ ও জীবন (২০) ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের সহকর্মী রিয়াজ জানিয়েছেন, দগ্ধরা সকলেই ইপিজেড এ অনন্ত অ্যাপারেলস নামক একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এদের মধ্যে পারভেজ ছিলেন ঐ গার্মেন্টসের সুপারভাইজার, জীবন অপারেটর ও মামুন হেলপার হিসাবে কর্মরত। তারা আদনান টাওয়ারে মেছ হিসাবে ভাড়া থাকেন।
দগ্ধদের সাথে কথা বলে তিনি বলেন, দগ্ধরা রুমে ছিলেন তবে রুমটিতে কিসের যেন গন্ধ হচ্ছিল পরে কোন কিছু বুঝার আগেই হঠাৎ করে আগুন লেগে যায়। ততক্ষণে তারা পুড়ে যান। পরে আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম জানান, আদমজী কদমতলী এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করেন।









Discussion about this post