সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির নাম ঝন্টু মিয়া (৪০)। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোবরদি গ্রামের মৃত দবির মিয়ার ছেলে।
পুলিশ জানায় ঝন্টু মিয়া বিভিন্ন সময় নিজেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করত।তেমনি একজন ভুক্তভুগি হচ্ছেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মিষ্টির দোকানের ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম (৩৭)।
খাইরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, গত ২ নভেম্বর (শনিবার) সকালে ঝন্টু তার দোকানে আসে। এ সময় ঝন্টু তাকে জানায় সিদ্ধিরগঞ্জে ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। একটু পরে আপনার এখানে ভ্রাম্যমাণ আদালত আসবে। তারা যাতে এখানে না আসে সেজন্য ১০ হাজার টাকা দাবি করে ঝন্টু। এসময় খাইরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মামলা থেকে বাঁচতে ঝন্টুকে ১০ হাজার টাকা দেয়। পরে টাকা নিয়ে ঝন্টু চলে যায়। এদিকে সাতদিন পরে শনিবার ঝন্টু (৯ নভেম্বর) খাইরুল ইসলামের কলেজ গেট এলাকার আরেকটি দোকানে এসে উপস্থিত হয়।
এ দিনও সে ভ্রাম্যমান আদালতের কথা বলে খাইরুল ইসলাম এর শ্বশুরের কাছ থেকে টাকা চায়। খাইরুল ইসলামের শশুর বিষয়টি তাকে জানালে সে ওই দোকানে ছুটে যায়। এ সময় ঝন্টু তড়িঘড়ি করে চলে যাবার সময় খায়রুল তাকে আটকে ফেলে। পরে তার কাছে বিষয়টি সন্দেহজনক হলে সে পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে ঝন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝন্টু নিজেকে ভূয়া ম্যজিষ্ট্রেট পরিচয় দেয়ার বিষয়টি স্বিকার করেছে।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, ম্যাজিস্ট্রেট সেজে অর্থ আদায়ের অভিযোগে আমরা একজন প্রতারক কে আটক করেছি।তার ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post