ঈদের আনন্দে নিজেকে মাতিয়ে তুলতে মাত্রাতিরিক্ত মদ্যপানে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রুমা (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে । গার্মেন্টেসে চাকুরী করলেও উচ্চাভিলাসী ছিলো রুমা ।
শনিবার (১৫ মে) পাঠানটুলি এলাকায় বান্ধবীর বাসা থেকে পুলিশ রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
এ ঘটনায় নিহতের বান্ধবী টুম্পাকে আটক করেছে পুলিশ ।
নিহত রুমা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গনেশপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে। মায়ের সঙ্গে তিনি নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর নয়াআটি এলাকায় আমির পাগলার ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের মা রহিমা জানায়, রুমা আদমজী মুনলাইট গার্মেন্টে চাকরি করতো। তার সাথে কাজ করতো টুম্পা নামে একটি মেয়ে। সে পাঠানটুলি এলাকায় থাকে। গত ১২ মে বেতন পাওয়ার পর রুমা আর বাসায় আসেনি। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ঈদের আগের দিন রাতে রুমা ৩নং ওয়ার্ডে তার মায়ের বাসায় যায়। এ সময় তার মা তাকে বেতনের টাকার কথা জিজ্ঞেস করলে বলে টুম্পা আপুর কাছে আছে। আমি ঈদের দিন সকালে আসবো। এ কথা বলে সে আবার পাঠানটুলি টুম্পার বাসায় চলে যায়। পরে ঈদের দিন বিকেলে টুম্পা তার মাকে ফোন দিয়ে রুমার অবস্থা খারাপ বলে জানায়।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় রুমাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, নিহত রুমা (১৭) ময়না দতন্ত সম্পন্ন হয়েছে । নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই । পুলিশ তাদের প্রতিবেদনে অ্যালকোহল আছে কিনা তা উল্লেখ করেছেন । আমরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা করেছি ।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নারায়ণগIঞ্জ নিউজ আপডেটকে বলেন, পরীক্ষা ছাড়া নিহতের মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য বলা যাবে না ।
এদিকে নিহেতের মায়ের দাবি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, নিহতের বান্ধবী টুম্পা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বলেছে পাঁচ হাজার টাকা মূল্যের বিদেশী দুই বোতল মদ পান করেছে নিহত রুমা । নিহতের সুরৎহাল রিপোর্ট দিয়ে মদের অস্তিত্ব আছে কিনা তা জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না । তবে জিজ্ঞাসাবাদের জন্য তার বান্ধবী টুম্পাকে আটক করা হয়েছে ।
একজন সাধারণ গার্মেন্টসকর্মী এতো টাকায় বিদেশী মদ কিনে খাওয়ার মতো অবস্থান এবং এর সাথে কারা কারা জড়িত এ বিষয়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে সিদ্ধিরগঞ্জজুড়ে।








Discussion about this post