নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ৫২০ লিটার চোরাই তেলসহ মো. শাহজাহান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (২২ মে) সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপো থেকে প্রতিদিন শত শত লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার তেল চুরি করে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এছাড়াও এ চোরাই চক্রটি তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমন তেলচোরদের বিরুদ্ধে একের পর এক সাড়াসী অভিযানে সিদ্ধিরগঞ্জের অনেকেই র্যাবের অভিযানিক দলকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ র্যাবের অভিযানে তেলচোরদের আটকের বিষয় দেখা গেলেও অন্যান্য আইনশৃংখলা বাহিনী কি করে ? তারা কি ঘন্টা বাজায় ? রাতের আধারে ডিপো সংলগ্ন কোটি কোটি টাকার তেল চুরির মহোৎসব চললেও কেউ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় নাই । কেন পুলিশসহ অন্যান্য বাহিনী এই তেলচোরদের বিষয়ে কথা বলছে না ? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে সিদ্ধিরগঞ্জের অনেকেই বলেন, ”তেলচোরদের গডফাদার আশরাফ ও তার বাপ মিলিত হয়ে কোটি কোটি টাকার তেল চুরি করছে প্রতিদিন, প্রশাসন কি জানে না ?”
আশরাফ বুক ফুলিয়ে বলে, “ আমি আইনশৃংখলা বাহিনীর সকল উর্ধতন কর্মকর্তাদের নিয়মিত নিজ হাতে মাসোয়ারা দিয়ে আসছি । কে আমাকে রুখবে ?“









Discussion about this post