নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পোশাক কারখানার স্টাফ বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে । তবে কেউ এখনো পর্যন্ত মারা যায় নাই বলে জানিয়েছেন ওসি কামরুল ফারুক ।
তাদের মধ্যে ৩/৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
২৪ আগষ্ট শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের বার্মাশিল এলাকায় ওই ঘটনা ঘটে। এতে রাস্তায় প্রায় আধা ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের দূরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাষাঢ়ার দিকে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে নীট কনসার্ন নামে পোশাক কারখানার বাস শিমরাইলের দিকে যাচ্ছিল। দুইটি বাস বার্মাশিল এলাকায় পৌঁছালে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে উভয় বাসের চালক সহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক দুপুর ১ টা ৫০ মিনিটের সময় নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়। স্থানীয়রা জানিয়েছে অনেকেই আহত হয়েছে । তবে দুপুর পর্যন্ত এই ঘটনায় কেউ মারা যায় নাই । আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ।
দূর্ঘটনার বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তাসলিম হোসেন বলেন, এ ঘটনায় আহত হয়েছে কয়েকজন । কেউ মারা গেছে বলে শুনি নাই । দূর্ঘটনার পর তীব্র যানজট হলে ট্রাফিক পুলিশের রেকার গাড়ী দুটি পৃথক স্থানে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে তুলে ।









Discussion about this post