খানপুর ৩০০ শয্যা হাসপাতালে কোভিড ইউনিটে চিকিৎসাধীন থাকাবস্থায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক মোহাম্মদ সুরুজ্জামাল (৫৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের গাড়ি চালাতেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ সুরুজ্জামাল ২ সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৫ দিন পূর্বে তাঁকে করোনা চিকিৎসা কেন্দ্র ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বাড়তে থাকায় গত বুধবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারে ভোরে তিনি মারা যান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় গত বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৭৮ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮১ জন; তার মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ২শ` ৪২ জন।









Discussion about this post