নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা ও ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জের চাঞ্চল্যকর রশীদ হত্যা মামলার দুই আসামিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ২নং আসামি মোঃ সিরাজুল ইসলাম (৫২) ও ৭নং আসামি মোঃ জসিম হাওলাদার (৪৫)।
এ সময় গ্রেফতারকৃত জসিম হাওলাদারের কাছ থেকে ১টি ১২ বোর শর্টগান, ১১টি সীসা কার্তুজ এবং সীসা কার্তুজের ১টি খালি খোসা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ নবেম্বর সন্ধ্যায় রূপগঞ্জের মিরকুটিরছের এলাকায় ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল আহমেদ ওরফে শাহারিয়ার পান্না ওরফে ভিপি সোহেলের হুকুমে তার গানম্যান (দেহরক্ষী) মোঃ জসিম হাওলাদারসহ অন্যান্য আসামিরা রশিদকে এলোপাথারীভাবে মারপিট শুরু করে। এক পর্যায়ে সোহেলের হুকুমে আসামি মোঃ জসিম হাওলাদার (৪৫) তার হাতে থাকা শর্টগান দিয়ে ভিকটিম রশিদকে গুলি করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত অপর আসামি মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য আসামিরাও ভিকটিম রশিদকে গুলি করে। এতে রশিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।। উক্ত ঘটনায় জড়িত ১নং আসামি ভিপি সোহেলসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post