নানা অপকর্মের হোতা সেই নির্লজ্জ জুয়ারু ফতুল্লার বিতর্কিত ব্যবসায়ী, ভুমিদস্যু ও অভিজাত ক্লাব হিসেবে পরিচিত দ্য ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ লাখ টাকা চাঁদার দাবীতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে হোসেন জুট মিলের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের করা মামলায় তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাকে ইউনাইটেড ক্লাব থেকে গ্রেফতার করা হয়।
এ সময় বিশেষ পেশার নাম ব্যবহারকারী কিছু চোরাকারবারি ও দালালরা নানাভাবে চাঁদাবাজ তাপুকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ব্যাপক তদ্বির চালায় ।
হোসেন জুট মিলের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের করা মামলায় তোফাজ্জল হোসেন তাপু, কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করা হয়েছে।
রাত সাড়ে আটটার দিকে তোফাজ্জল হোসেন তাপুকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে জানিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ইউনাইটেড ক্লাব থেকে গ্রেফতার করা হয় তোফাজ্জল হোসেন তাপুকে৷
সন্ধ্যায় তার বিরুদ্ধে হোসেন জুট মিলের মালিক একটি মামলা দায়ের করেন৷ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে৷ বৃহস্পতিবার চাদাবাজির মামলার তাপুকে আদালতে পাঠানো হবে ।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সভাপতি তাপুসহ কামাল হোসেন ওরফে গলাকাটা কামাল শামসুজ্জামান, মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন, এবিএম শফিকুল ইসলাম ও আফজাল হোসেনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে।
জুুয়া আইনে আদালতে পাঠানোর পর মুচলেকা ও জরিমানা দিয়ে মুক্তি পায় অপরাধী তাপুসহ অন্যান্যরা ।
এমন ঘটনায় পর তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশিদের সাথে সখ্যতা গড়ে তুলতে চোরাই কাররারী ওই চক্র শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানের একই মঞ্চে জুয়ারু তাপু ক্ষমতাধর এসপি হারুনের পাশে অবস্থান নেয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে ।









Discussion about this post