সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনিয়নের ভাটি বন্দর ও কান্দারগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত সােনারগাঁ রির্সোট সিটির কাঁশবন থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব ১১ একটি দল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কাশবনের ভেতর থেকে আটক করা হয়।
জানা গেছে, গত কয়েক বছর ধরে মেঘনা নদী ঘেঁষে সোনারগাঁ রির্সোট সিটি নামে একটি আবাসন প্রকল্প তৈরী করার জন্য পিরোজপুর উপজেলার ভাটিবন্দর এলাকায় কয়েকশত বিঘা জমি কিনে সেখানে বালু ভরাট শুরু করে। বর্তমানে সেটি কয়েক হাজার বিঘা জমিতে পরিনত হয়েছে। বালু ভরাট করে পতিত জমি হিসেবে ফেলে রাখায় সেখানে কাঁশ জম্মে বিশাল কাঁশবনে পরিনত হয়েছে। প্রথম দিকে মানুষ শখের বসে দুই একটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করার পর আস্তে আস্তে সেখানে মানুষ ঘুরতে যেতে শুরু করেন।
একদিকে মেঘনা নদীর সুশীতল বাতাস অপরদিকে কাঁশবনের হেলানো দোলানো মনমাতানো ফুলে হৃদয় কেড়ে নেন সকলের। ফলে বর্তমানে ভাটিবন্দর কাঁশবনে প্রতিদিনই পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও প্রেমিক প্রেমিকার মিলন মেলায় পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়ের আনাগোনা কারণে কাঁশবনে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর প্রবনতা বেড়ে গেছে।
ফলে প্রতিদিনই কাঁশবনকে ঘিরে ইভটিজিং, মারামারি, শীলতাহানী, ধর্ষণ ও হত্যা চেষ্টার মতো মারাত্মক অপরাধ প্রবনতা দেখা দেয়।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার সন্ধ্যায় সাদা পােশাকে অভিযানকালে ৬ ছিনতাকারীকে আটক করে র্যাব-১১ ।
এসময় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সহযােগিতায় জৈনপুর এলাকা থেকে ছিনতাইকারীদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় না পাওয়া গেলেও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আটককৃত ভবনাথপুরের ৩ জন , পিরােজপুর গ্রামের ২ জন ও দুধঘাটা গ্রামের ১ জন ।









Discussion about this post