নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ”কনকা” টিভি ফ্রিজ ও ব্যাটারি তৈরীর কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুগদা পাড়ার কনকা কারখানায় আগুন লাগে।।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনকা ফ্রিজ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফ্যাক্টরির উত্তর পূর্ব কোনাকোনি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঢাকা-নারায়ণগঞ্জসহ স্থানীয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, স্টোর রুমে কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন ভায়াবহ রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান শিখা ১০-১২ ফুট উঁচুতে উঠে যায়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, চারতলা সমান উঁচু স্টিল স্ট্রাকচার নির্মিত কারখানাটিতে পানির সরবরাহ না থাকায় ফায়ার সার্ভিসকে নিজস্ব উৎসের পানি ব্যবহার করতে হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। আগুনে ফ্যাক্টরির মেশিনারিজসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ত্রীবদীর সীমানাবর্তী এলাকার স্থাপিত কনকা রেফ্রিজারেটর কারখানাটি নির্মিত হয়। ফ্যাক্টরিতে পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা না থাকায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে ।









Discussion about this post