জেলার সোনারগাঁ উপজেলার একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । গুরুতর দগ্ধ হয়েছেন আরেক শ্রমিক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকার আনন্দ শিপইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, বিস্ফোরণে নিহত যুবক স্থানীয় নয়াপুরের শহীদুল্লা ইসলামের ছেলে সাব্বির (২৫)। দগ্ধ অপরজন তার বড় ভাই রবিন (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-টু) সাজ্জাদ রুমন জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়েছেন। তার বড় ভাই রবিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলে নিহত হওয়ার খবর পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. খান বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গুরুতর আহত অবস্থায় রবিন (৩৭) এবং সাব্বির (১৫) নামে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাব্বির মারা গেছেন। রবিনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি জানান, ‘সিলিন্ডার বিস্ফোরণে রবিনের শরীরের ৯৫ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।’









Discussion about this post