সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক গ্রামের বিল্লাল হোসেন হত্যার ৩ মাস পর একটি পুকুর থেকে তার মাথাটি উদ্ধার করা হয়েছে। মাথাটি উদ্ধার করে পুলিশ সিআইডিতে হস্তান্তর করেছে ।
মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, গত বছরের ডিসেম্বও মাসের ৬ তারিখে কে বা কাহারা বিল্লাল হোসেন (৪২) কে কে বা কাহারা গলাকেটে হত্যা করে তার দেহটি একটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে পুলিশ মাথাটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে আজ সোমবার বিকেলে মীরেরটেক বাজারের সামনে একটি পুকুরের পানি নিস্কাশন করে মাছ ধরার সময় একটি বাজারের ব্যাগ দেখতে পেয়ে তা খুলে তার ভেতর বিল্লালের গলিত মাথাটি পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ গলিত মাথাটি উদ্ধার করে সিআইডি টিমের কাছে হস্তান্তর করেছে ।









Discussion about this post