শ্রমিকদের অভিযোগ, গত দুই মাসের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে অনাহারে ও অর্ধাহারে থেকেও তারা কাজে যোগ দিচ্ছেন। মঙ্গলবার সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা করে।
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাচঁপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সিনহা গামের্ন্টসের শ্রমিকরা।
পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে প্রথমে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়।
শ্রমিকদের অভিযোগ, গত দুই মাসের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে অনাহারে ও অর্ধাহারে থেকেও তারা কাজে যোগ দিচ্ছেন। মঙ্গলবার সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা করে। এতে ১৫জন শ্রমিক আহত হন।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জনগণের চলাচলের সুবিধার জন্য শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।









Discussion about this post