হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁ শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স জামে মসজিদের (নিয়োগ বিহীন) ইমাম মাওলানা ইকবাল হোসেন মাওলানা শাহজাহান শিবলী (কাজি) ও মাওলানা মোয়াজ্জেম গ্রেফতার করেছে র্যাব-১১।
সেখানে জানানো হয়, গতকাল রবিবার দুপুরে রাজধানীর জুরাইল এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেন ও তার দুই সহযোগীসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে।
তবে মহিউদ্দিন খাঁনের পরিবার গতকালই গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন। গতকাল মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিপলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সাথে কথা বলতে জুরাইন মসজিদে যান। এর কিছুক্ষন পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেফতারকৃতরা র্যাব-১১ এর হেফাজতে রয়েছেন।
উল্লেখিত চারজন হেফাজত ইসলামীর নেতা গ্রেফতারের বিষয়ে রোববার রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ঘটনাটি আমরা শুনতেছি । সকালে জানাতে পারবো ।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়েল রির্সোটে এক নারীকে নিয়ে অবস্থানকালীন সময়ে আওয়ামীলীগ নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হকের এমন কান্ডের বিষয়ে জানতে চান । এক পর্যায়ে পুলিশ এসে ওই নারী ও মামুনুল হককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মামুনুল হকের সমর্থক হেফাজতের নেতাদের ইন্ধনে রয়েল রির্সোটে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘর ও আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় ৬টি মামলা দায়ের করা হয়।









Discussion about this post