এরা অভিজাত রেস্টেুরেন্ট হিসেবে শহরে পরিচিত ।
নারায়ণগঞ্জের প্রতিটি খাবারের হোটেল রেস্টুরেন্টে পঁচা, বাসী এঁটো খাবার যে যত্রতত্রভাবে বিক্রি করা হয় এগুলি হলো তার প্রমাণ । নারায়ণগঞ্জ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের শেল্টারে এবং নিয়মিত মোটা অংকের মাসোয়ারার বিনিময়ে ম্যানেজ হয়ে কোন ধরণের মনিটরিং অথবা তদারকি না করায় দিনের পর দিন অসাধু রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এমন খাবার বিক্রি করে যাচ্ছে একেবাবেই প্রকাশ্যে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশসানের নাজির, পুলিশ-ডিবি-সিআইডির একাধিক ক্যাশিয়ার নিয়মিত হোটেল রেস্টুরেন্ট থেকে মাসোয়ারা গ্রহণ করায় যত্রতত্র বিক্রি হচ্ছে এমন খাদ্য । এমন অনিয়ম ছাড়াও আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা নিয়মিত বিনা মূল্যে খাবার গ্রহণের অভিযোগও রয়েছে জোড়ালোভাবে ।
প্রতিমাসেই হোটল রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে প্রতি মাসে প্রতিটি খাবারের দোকান থেকে মোটা অংকের চাঁদা তোলার পর তা বিতরণ করা হয় বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তাদের মাঝে ।
একই সাথে বিনা মূল্যে বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তাদেরখাবার পাঠানোর অভিযোগও রয়েছে অসাধু ব্যবসায়ী ও আইনপ্রয়োগকারী সংস্থার অনেক কর্মকর্তার বিরুদ্ধে ।
এ ছাড়াও কিছু বিশেষ পেশার নামধারীরা এই চাাঁদার ভাগ পেয়ে থাকেন যাতে পত্রিকায় পঁচা, বাসী, এঁটো খাবার বিক্রির সংবাদ প্রকাশ না হয় ।আর এতেই সকলেই অভিজাত রেস্তোরাঁর ব্যানার টাঙ্গিয়ে চালাচ্ছে অপকর্ম ! (এমন মন্তব্য একজন রেস্তোরাঁ মালিকের । যার রেকর্ড রয়েছে সংরক্ষণে )
নারায়ণগঞ্জের অভিজাত তিনটি রেস্টুরেন্টকে ১লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে ।
মঙ্গলবার ১৩ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ওই অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিম জামান জানান, সদর উপজেলা, চাষাঢ়া, জামতলা ও গলাচিপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায় যে, প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ন তারিখ না থাকা, ফ্রিজে রান্নাকরা বাসি খাবার ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী হোয়াইট হাউজ নামক রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, ৩৭ ধারা অনুযায়ী সুগন্ধা ফুড প্রোডাক্ট নামক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও মেলা ফুড ভিলেজ নামক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।









Discussion about this post