নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোজের ১৩ দিন পর ৩ বছরের শিশু সানজিদাকে ফিরে পেল তার পরিবার।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেন।
ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সখিয়া গ্রামের বাছির উদ্দিন তার রুমা আক্তার ও শিশু কন্যা সানজিদাকে নিয়ে ভুলতা আব্দুল হক সুপার মার্কেটের পেছনে আশরাফ উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন। তিনি রিক্সা চালক ও স্ত্রী রুমা আক্তার ভুলতা তাঁতবাজারে একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করেন। গত ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে তাঁতবাজার থেকে হঠাৎ সানজিদা নিখোঁজ হয়ে যায়। এর থেকে সে নিখোজ ছিল।
এঘটনায় ঐ দিন রাতেই শিশুটির মা রুমা আক্তার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে মঙ্গলবার সকালে কাঁচপুর এলাকার জনৈক পপি বেগম নামে এক মহিলা শিশুটিকে নিয়ে গাউছিয়া মার্কেট মালিক সমিতির অফিসে এসে বলেন শিশুটিকে তিনি ১০ নভেম্বর তাঁতবাজার এলাকা থেকে কুঁড়ে পেয়েছেন।
শিশুটির কোন অভিভাবক না পেয়ে তিনি কাঁচপুর নিজ বাসায় নিয়ে যায়। পরে মালিক সমিতির লোকজন শিশুটিকে ভুলতা ফাঁড়িতে নিয়ে যেতে বলেন। মহিলা শিশুটিকে ফাঁড়িতে নিয়ে আসলে নিখোজ সানজিদার ছবির সাথে মিলিয়ে দেখেন এবং শিশুটি সানজিদা তিনি নিশ্চিত করেন।
বেলা ১১ টার দিকে শিশুটির পরিবারকে ডেকে তাদের হাতে তুলে দেন ইন্সপেক্টর মাহবুবুর রহমান।









Discussion about this post