এগারো বছর পর আবার ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য সাবেক নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
চিকিৎসক সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি তৈমূর আলম খন্দকার কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারী আপনার সাথে আমি নির্বাচন করবো। চাচা ভাতিজি নির্বাচন করবো। এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন। মানুষ যাকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তার পরেও আমি বলবো আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময়ে সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। আমি ফাসির মঞ্চে উঠলেও মিথ্যে বলাবো না । মিথ্যা অভিযোগ দিবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না।
তিনি আরও বলেন, কেউ কেউ বলেন বলেছে বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হত। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন সুন্দর মনোরম। আমি সব সময়ে মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলবো না।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস আয়োজিত ফুটবল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আইভী বলেন, আমি যখন প্রথম ২০০৩ এ নির্বাচন করেছিলাম দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সকলে এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস, অন্যায় খুনীদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি নির্বাচন করতে পেরেছি। আমি সাতাশটি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ ভাবল আমাকে পাহারা দিয়ে রেখেছে, সাহস যুগিয়েছে।









Discussion about this post