এনএনইউ রিপোর্ট :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০ বছরের নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৬টি পদেই আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জুয়েল – মোহসিন প্যানেলের বিজয় হয়েছে ।
এমন বিজয়ের পর দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সকল আইনজীবীসহ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসান ফেরদৌস জুয়েল । বৃহস্পতিবার সারাদিন শেষে রাত ২টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হাসান ফেরদৌস জুয়েল সাংবাদিকদের বলেন, আমাকে সকল আইনজীবীগণ ভালোবাসেন বলেই আমাকে প্রিয় আইনজীবী ভাই বোনেরা ভোট দিয়ে জয়ী করেছেন । কি বলে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো ? আমাদের নির্বাচিত সকলেই সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।
সভাপতি পদে এড.হাসান ফেরদৌস জুয়েল ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি প্যানেলের এড.সরকার হুমায়ূন কবির পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬২৪ ভোট পেয়ে এড.মুহাম্মদ মোহসীন মিয়া বিজয়ী হয়েছে। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এড.আবুল কালাম আজাদ জাকির পেয়েছেন ২৬১ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে এড.আলী আহাম্মেদ ভূইয়া ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এড.রেজাউল করিম খান রেজা ৩৩০ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে এড.বিদ্যুত কুমার সাহা ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঞা ৩৮৬ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.মাহবুবুর রহমান ৬৬০ ভোট পেয়ে বিজয়ী, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মোহাম্মদ সাহিদুল ইসলাম টিটু পেয়েছেন ২৩০ ভোট। এবং কোষাদক্ষ পদে এড. মো.আব্দুল রউফ মোল্লা ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো.নজরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪৩৬ ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে এড.মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে এড.সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে এড.মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড.সাজ্জাদুল হক সুমন, সমাজসবা সম্পাদক এড.রাশেদ ভূইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড.স্বপন ভূইয়া বিজয়ী হয়েছেন।
পাঁচটি সদস্য পদে আওয়ামী সমর্থিত প্যানেলের এড.হাছিব-উল-হাসান রনি ৬২৫ ভোট, এড.আব্দুল মান্নান ৫৩৯ ভোট, এড. মোহাম্মদ মশিউর রহমান ৫৩২ ভোট, এড.নুসরাত জাহান তানিয়া ৫২৪ ভোট এবং বিএনপি সমর্থিত প্যানেলের এড.আহসান হাবীব ভূইয়া ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এর আগে ২৪ জানুয়ারি জজ কোর্টের ৩য় তলায় অর্থঋণ আদালতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ ও ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আখতার হোসেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট আশরাফ এবং অ্যাডভোকেট সুখচান বাবু উপস্থিত ছিলেন। আপিল বিভাগে রয়েছে অ্যাডভোকেট শওকত আলী, অ্যাডভোকেট রমজান আলী ও অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজউদ্দিন নির্বাচনে দায়িত্ব পালন করেন।
ফলাফল ঘোষনার পর সাধারণ আইনজীবীদের অনেকেই বলেন, বিএনপি সমর্থিত আইনজীবীগণের মধ্যে এখনো কোন সমন্বয় না থাকা বারবারই তাদের পরাজয় ঘটছে । একই সাথে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাবস্থায় বিএনপির আইনজীবীগণ নির্বাচিত হলে আইনজীবী সমিতির উন্নয়ন বাধাগ্রস্থ হবে বিবেচনা করেই সাধারণ ভোটারগণ বিপুল ভোটে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জুয়েল – মোহসিন প্যানেলকে বিজয়ী করেছে ভোট প্রদানের মাধ্যমেই ।









Discussion about this post