নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির গ্রেফতারকৃত বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে আদালত ।
একে একে ৩৪ জন মুসুল্লী নামাজরত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু বরণ করার লোমহর্ষক ঘটনায় তিতাসের কুক্ষাত দূর্ণীতিবাজদের সাময়িক বরখাস্ত করার পর তাদের রিমান্ডে নিয়ে আদালতে ফেরত দেয়ার সাথে সাথেই দ্রুত জামিন দেয় আদালতের বিজ্ঞ বিচারক । এমন জামিনের ঘটনার জোড়ালো সমালোচনা চলছে নারায়ণগঞ্জের সর্বত্র ।
আর তিতাসের বরখাস্তকৃত ৮ কর্মকর্তা কর্মচারীদের দ্রুত জামিনের একদিনের মধ্যে সামান্য দিনমজুর ইলেক্টিক মিস্ত্রী মোবারক হোসেন মসজিদের বিস্ফোরণে দগ্ধ ৩৪ জন মুসুল্লীর মৃত্যুর জন্য দ্বায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ার ঘটনায় পুরো প্রক্রিয়া নিয়ে নারায়ণগঞ্জবাসীর মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ । চলছে কঠোর সমালোচনা
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির হেফাজতে থাকা গ্রেফতারকৃত বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন ।
মংগলবার ২২ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে সাড়ে পাচটা পর্যন্ত দেড় ঘন্টা নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে তিনি এই জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানিয়েছে, জবানবন্দিতে আসামী মোবারক হোসেন আদালতে দুইটি বিদ্যুত লাইনের মধ্যে একটি অবৈধ স্বীকার করে বলেছেন, মসজিদ কমিটির সম্মতিতে সে মেইন লাইনের প্যানেল বোর্ড থেকে শুরু করে মসজিদের এসি ও সম্পন্ন লাইনের কাজ করেছে সে। এ কাজের সম্পূর্ন বিস্তারিত সে জবানবন্দি দিয়েছেন।
বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন আদালত জবানবন্দি রেকর্ড করে আসামীকে জেলহাজতে প্রেরণ করেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দিয়ছিন মোবারক হোসেন ।
এদিকে বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জনের জামিন মঞ্জুর করেন আদালত।
গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৩জন।
বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।









Discussion about this post