মেয়র আইভী মারা গেছে এমন গুজবে নানা আলোচনা সমালোচনার চলছে সর্বত্র । ঘটনাটি কি নিছক ভূল নাকি নেপথ্যে অপ রাজনৈতিক দুরভিসন্ধি কোন চক্রান্ত রয়েছে ! এমন প্রশ্ন ছিলো নগরবাসীর মুখে
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নিউয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এমন সংবাদ প্রচার হয় একাত্তর টিভি স্ক্রলে ।
৫ এপ্রিল রোরবার বিকেলে এই স্ক্রলের সূত্র ধরে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস এমন গুজবটি ভাইরাল হয়েছে।
৭১ টিভির একটি খবরে বিভ্রান্ত হয়ে না বুঝেই কিছু লোক ফেসবুকে মেয়র মারা গেছেন বলে স্ট্যাটাস দেয়। আর মুহুর্তের মাঝেই এই স্ট্যাটাসটি মারাত্মক বিস্ফোরণ ঘটে ।
শুধু তাই নয় বিশিষ্ট কলামিষ্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও তার পেজে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন।
তবে সঙ্গেই সঙ্গেই অনেকে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন এবং মেয়র তাদেরকে ভালো থাকার কথা জানান।
মেয়রের বক্তব্য দিয়ে ফেসবুকে পাল্টা প্রচার চালানো হয়।
রোববার মেয়র আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন নারায়ণগঞ্জ শহরে যেনো লকডাউন করা হয় । কারন এরই মাঝে এই শহর মারাত্বকভাবে আক্রান্ত হয়ে পরেছে। এরই মাঝে সরকার নারায়ণগঞ্জ করোনায় আক্রান্ত রেড জোন হিসাবে ঘোষনা করেছে। তাই মেয়র এখনই লকডাইন চাইছেন।
এমন গুজবের বিষয়ে মেয়রকে টেলিফোন করা হলে তিনি বলেন আসলে ৭১ টিভির খবরে বিভ্রান্ত হয়ে কেউ কেউ ফেসবুকে এমন প্রচার চালিয়েছে।
মেয়র আইভী বলেন, আমি ভালো আছি। বরং আমি নগরবাসীকে নিয়ে চিন্তার মাঝে রয়েছি। আমি এরই মাঝে মাননীয় প্রধানমন্ত্রীকে আহবান জানিয়েছি তিনি যেনো নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষনা করেন। অন্যথায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
মেয়র আইভী আরো বলেন আমি নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনগনকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন। বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।
একটি প্রথম সারির এমন গণমাধ্যমে জনপ্রিয় মেয়র মারা যাবার যে গুজব ছড়ানো হলো তা কি নিছক ভুল নাকি এর নেপথ্যে কোন সুকৌসুলী অপরাজনীতি রয়েছে । এমন মন্তব্য ছিলো নগরবাসীর মুখে ।









Discussion about this post