স্টাফ রিপোর্টার : দেশের ২০টি মন্ত্রণালয়ের ৫৬ জেলার ৩২১টি প্রকল্পের উদ্ভোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন অনুস্টানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর সাথে কোন নেতারই আলোচনা করার সুযোগ হয় নাই ।
১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ডাবল রেল লাইন নির্মান, জেলা গণগ্রন্থাগার ভবন, সোনারগাঁয়ে ফায়ার সার্ভিস স্টেশন ও সোনারগাঁ বড় জাদুঘরের বড় সরদার বাড়ি নির্মাণ এবং আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ভোধন ও ভিত্তিপ্রত্তর স্থাপনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব র্যালীর আয়োজন করা হয়েছে।
গণভবণ থেকে নারায়ণগঞ্জের ৫ঠি প্রকল্পের উদ্ভোধনের পর জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া বলেন, আজকে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মানুষের জন্য প্রকল্পগুলি উদ্ভোধন করায় আমরা সকলেই আনন্দিত। আগামী নির্বাচনের পর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা আশাবাদি।
রাব্বি মিয়া আরো জানান, ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডাবল রেল লাইন নির্মানে ব্যয় ধরা হয়েছে ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা । গেন্ডারিয়া হতে ১২ কিলোমিটার ডাবল রেল লাইন ও ৫টি লুপ লাইন নির্মান করা হবে । এই রেল লাইন চালু হলে নারায়ণগঞ্জ থেকে দেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি হবে।
Discussion about this post