আসন্ন সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনের নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা বৈঠকের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এছাড়াও বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে বেলা ১১টায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সিইসি। সিইসি তার একান্ত সচিবকে নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পৌঁছেছেন। সেখানকার সার্কিট হাউসে তিনি রাতে থাকবেন। বৈঠকে শেষে বুধবারই আবার তিনি ঢাকায় ফিরবেন।
ইসির উপ-সচিব মো. শাহ আলম বৈঠকটি আয়োজনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।









Discussion about this post