নতুন এক ইতিহাসের সৃষ্টি করলেন সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জে প্রথম বারের ন্যায় বৃহত্তর ঈদ জামাতের আয়োজন করে তিনি এই ইতিহাসের সৃষ্টি করেছেন।
বুধবার(২২ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় শহরের ইসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উত্তর পাশে একে এম সামছুজ্জোহা স্টেডিয়াম এবং দক্ষিণ পাশে কেন্দ্রীয় ঈদগাহ সমন্বয়ে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নগরীর চাষাঢ়া নূর মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।
নামাজের পূর্বে সাংসদ শামীম ওসমা্ন বলেন, প্রথমবারে কিছু ভুল-ত্রুটি হয়। আশা করি এর পরেরবার ভুল-ত্রুটিগুলোকে কাটিয়ে উঠতে পারবো। আমি দেখেছি, কিভাবে মানুষ ময়লার উপরে নামাজ পড়েছে। বৃষ্টি বাদলের দিনে অসেকে ভিজে নামাজ পড়েছে। এটা দেখেই চেয়েছি যাতে মানুষ সুন্দরভাবে একটা বড় ঈদের জামাতে নামাজ আদায় করতে পারে। ঈদের জামাত খোলা মাঠে পড়তে হয়। সেখান থেকেই ঈদগাহের তৈরি।
শামীম ওসমান বলেন, এবার তো নারায়ণগঞ্জে সবচেয়ে বড় ঈদ জামাত হলো। যদি আল্লাহ বাচিয়ে রাখে তাহলে আগামীবার বাংলাদেশের অন্যতম বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই নারায়ণগঞ্জে। আগামীবার ওসমানি স্টেডিয়াম, এই স্টেডিয়াম, ঈদগাহ আর রাস্তা মিলে হবে সেই জামাত। আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ।
Discussion about this post