নির্বাচনী এলাকা ছেড়ে এমপি খোকা শহরের বাসভবনে

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশক্রমে সোনারগাঁ ছেড়ে নারায়ণগঞ্জ শহরের অবস্থান করছেন সংসদ সদস্য লিয়াকত হোসন খোকা । ২৫ মার্চ রাতেই লিয়াকত হোসেন খোকা সোনারগাঁ ছেড়ে শহরের আমলাপাড়াস্থা বাসভবনে অবস্থান নিয়েছেন ।

উপজেলা নির্বাচনকে সামনে রেখে রায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে নির্বাচনী এলাকা সোনারগাঁ ছাড়ার নির্দেশ দিয়েছিলো নির্বাচন কমিশন ।

২৫ মার্চের মধ্যে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা অংশগ্রহনসহ নির্বাচনী বিভিন্ন কাজে অংশ  গ্রহনের অভিযোগ পাওয়া যায়। যা  উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২২ এর বিধিতে বাধা নিষেধ রয়েছে।

এছাড়াও ওই চিঠিতে উল্লেখ করা হয় সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ন ব্যক্তি কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনী এলাকায় ভোটার হলে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচনী এলাকায় কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা করতে পারবেন না। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন তাই ২৫ মার্চের মধ্যে নির্বাচনী এলাকায় ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

এ উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

সদস্য সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাচনের আগে আর সোনারগাঁয়ে যাচ্ছেন না তিনি । নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এমপি খোকা আগামী কয়েকদিন শহরের বাস ভবনেই অবস্থান করবেন ।

Related Posts

Next Post

Discussion about this post

January 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31