কাটায় কাটায় ঠিক এক বছরের মাথায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে বদলী করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসক থেকে মোস্তাইন বিল্লাহ বদলী করা হয়েছে সড়ক ও জনপদ বিভাগে ।
নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজ।
বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ সহ দেশের ১৩টি জেলায় ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
তবে এই আদেশে নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসককে কোথায় দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা না হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রায় সকলেই বলেছেন মোস্তাইন বিল্লাহ কে সড়ক ও জনপদ বিভাগে বদলী করা হয়েছে। এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারী মোস্তাইন বিল্লাহ নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ২১তম বিসিএস কর্মকর্তা।









Discussion about this post