রূপগঞ্জে জামিন লাভ করেই হত্যা মামলার বাদির বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রধান আসামী ইউপি চেয়ারম্যানসহ তার অনুসারীরা। এসময় ব্যাপক ভাংচুর, লুটপাট গুলিবর্ষনসহ ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
গত শুক্রবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার বাদি রাজিব মিয়া জানান, গত পহেলা জুন তার বড় ভাই সোলাইমানকে প্রকাশ্য দিনের বেলা কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তিনি বাদি হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে প্রধান আসামী করে ২১ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন লাভ করে চেয়ারম্যান আলমাছ। এর আগে একই মামলায় আরও কয়েকজন জামিন লাভ করে।
এদিকে জামিন লাভের পর শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান আলমাছ অস্ত্রধারী বডিগার্ড নিয়ে মুড়াপাড়ার মাছিমপুর এলাকায় প্রবেশ করে। এসময় আলমাছের সহযোগী তাওলাদসহ আরও কয়েকজন বাদি রাজিব ও তার আত্মীয়স্বজনদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পিটিয়ে আহত করে রাজিবের বৃদ্ধ বাবা ও মাকে।
হামলাকালে আলমাছ বাহিনীর লোকজন এলাকায় আতংক সৃষ্টির জন্য পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষন ও ককটেলের বিস্ফোরন ঘটায়। বডিগার্ডের শর্টগান থেকেও গুলি বর্ষণ করা হয়েছে বলে দাবি করেন রাজিব।
এ ঘটনায় আলমাছ চেয়ারম্যানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।









Discussion about this post