নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে হাউজিং এলাকায় ভাড়াটিয়া সেজে বাড়িতে ডাকাতির সময়ে ইমতিয়াজ হোসেন (৬০) নামের প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে ডাকাতেরা । বাড়ির লোকজনদের হাত পা বেঁধে ডাকাতেরা ঘরে প্রবেশ করলেও কোন লুপপাট করে নাই ডাকাত সদস্যরা ।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ঘটে। নিহত ইমতিয়াজ হোসেন সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার আব্দুল লতিফের ছেলে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে দারোয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা বাড়ির মালিকের স্ত্রীকে ইনজেকশান পুশ করে অজ্ঞান করে ফেলে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এসময় দুর্বৃত্তরা বাড়ি থেকে কিছু লুটে নেয়নি।
নিহত দারোয়ানের নাম ইমতিয়াজ হোসেন (৬০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তার পিতার নাম আব্দুল লতিফ। বাড়ির মালিক আরব আলীর বাড়ি ঢাকার দোহার।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ কামরুল ফারুক জানায়, ঘটনাস্থলে পর্যবেক্ষন করে মনে হচ্ছে দুর্বৃত্তরা বাড়ির মালিকের পরিচিত।
পূর্ব শত্রুতার জের ধরে তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে আসতে পারে। বাড়ির সিসি ক্যামেরা দেখে ও তদন্ত করে দুর্বত্তদের গ্রেফতার করা হবে।
নিহত কেয়ারটেকার ইমতিয়াজের ছেলে রমজান জানান, ভবনটি ছয় তলা। সকালে ভাড়াটিয়া সেজে এসেছিল ডাকাতেরা। বিকেলে তিন থেকে চারজন লোক প্রথমে বাড়ি ভাড়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। পরে ভাড়াটিয়া সাজা ওই ডাকাতেরা প্রহরী ইমতিয়াজের হাত পা বেঁধে প্রহার করে বাথরুমে আটকে বাড়ির উপরে প্রবেশ করে। সেখানে বাড়িওয়ালার স্ত্রী ও তার ছেলের হাত পা বেঁধে মারধর করে। পরে ইমতিয়াজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান তিনি মারা গেছে।
বাড়িতে তারা প্রবেশ করেই আমার বাবা ইমতিয়াজ হোসেনকে বেঁধে বেদম প্রহার করে। একই সময় ঐ দুই দুর্বৃত্ত বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেকে বেঁধেও মারধর করে। পরে গুরুতর আহত ইমতিয়াজকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক আরো জানান, বাড়ির মালিক আরব আলী সৌদী আরব থাকেন। ভবনটি ছয় তলা বিশিষ্ট। সকালে ভাড়াটিয়া সেজে এসেছিল দুই দুর্বৃত্ত। দ্বিতীয়বার বিকেলে বোরকা পরে এসে বাসার দারোয়ানকে বাথরুমে আটকে রাখে। তদন্ত করলেই জানা যাবে মূল ঘটনা ।
এসময় মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার সময় কেয়ারটেকার ইমতিয়াজ মৃত্যুবরণ করেন।
বাড়ির মালিকের স্ত্রী লাভলী আক্তার বলেন, বাসা থেকে কোনো কিছু খোয়া যায়নি।









Discussion about this post