কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধা জানিয়ে মুঠোফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন টানা তৃতীয়বারের মতো নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে অবস্থানকালে মুঠোফোনে কথা বলেন তিনি। ওই প্রান্তে প্রধানমন্ত্রী কী বলেছেন তা শোনা না গেলেও এই সময় মেয়র আইভীর হাসিমুখ দেখা যায়।
টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র নির্বাচিত হওয়ার পর দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ধানমন্ডি কার্যালয়ে যান মেয়র আইভী। এই সময় মুঠোফোনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন ডা. আইভী।
আইভী বলেন, ‘পার্টি অফিসে আসছি, সবার সাথে দেখা করতে, একটু মিষ্টি খাওয়াতে। আপনার ওদিকে আসতে চেয়েছিলাম কিন্তু আপনি বলেছেন পরে সময় দিবেন। আমি আসলাম, সবাই আছে এইখানে। সবার সাথে একটু চা খাবো, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ ওই প্রান্তে প্রধানমন্ত্রী কী বলেছেন তা শোনা না গেলেও এই সময় মেয়র আইভীর হাসিমুখ দেখা যায়।
এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কার্যকরী সদস্য মারুফা আক্তার, সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম আলী, মহানগর কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, নাসিক কাউন্সিলর মো. মনিরুজ্জামান প্রমুখ।









Discussion about this post