নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী, মেয়র, এমপি, ডিআইজি, এসপি ও ওসিসহ পুলিশের অনেক কর্মকর্তাগণ উপস্থিত থাকলেও সকলের দৃষ্টি ছিলো সংসদ সদস্য শামীম ওসমান ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর প্রতি।
প্রায় এক ঘন্টা এক টেবিলে বসে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর সাথে শামীম ওসমান, সংসদ সদ্য নজরুল ইসলাম বাবুর সাথে শামীম ওসমান আবার তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সাথে শামীম ওসমান কথা বললেও মেয়র আইভীর সাথে শামীম ওসমানকে কথা বলতে দেখা যায় নাই ।
একইভাবে মেয়র ডাঃ আইভী কথা বলেছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, মৃনাল কান্তি দাস, মেয়র হাসিনা গাজীসহ সকলের সাথেই । কিন্তু মেয়র আইভী একই ভঙ্গিতে কোন কথা বলেন নাই শামীম ওসমানের সাথে ।
ইফতার মাহফিলে ডিআইজি মো. হাবিবুর রহমান উপস্থিত থাকলেও সকল গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনীতিবিদসহ উপস্থিত সকলের দৃষ্টি ছিলো মেয়র আইভী এবং এমপি শামীম ওসমান কোন কথা বলেন কিনা । শেষ পর্যন্ত কোন কথা বলেন নাই নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত এই দুই নেতা ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক ইফতার মাহফিল সম্পনা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে এই ইফতার মাহফিলের ব্যবস্থাপনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়েসার হাসনাত প্রমুখ।
এক স্থানের মন্ত্রী, এমপি, মেয়র, ব্যবসায়ী ও পুলিশ-প্রশাসনের উপস্থিতি ইফতার মাহফিলে যোগ করে এক সৌহাদ্য পূর্ণ মুহুর্ত। পরে সকলে একসাথে বসে ইফতার সম্পন্ন করেন।
এসময় আরও উপস্থিত- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আদালতের চীফ জুডিশিলাল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।









Discussion about this post