নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাশের রুমের যুবককে পানি খাওয়াতে গিয়ে এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে।
১০ জুন রাত ৮টায় ফতুল্লার পশ্চিম তল্লা গ্রীণ রোডে অবস্থিত মিঠু সরদারের ভাড়া বাড়িতে এঘটনা ঘটে।
ঘটনার ৫দিন পর বুধবার এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে কিশোরীর বাবা। ঘটনার পর থেকেই ধর্ষক রিয়াজ হোসেন (২০) পলাতক রয়েছে। সে জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারী পাড়ার রফিক আলী সরদারের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, একই বাড়ীতে ভাড়া থাকায় রিয়াজ হোসেন প্রায় সময় কিশোরীকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতো । ১০ জুন রাত ৮ টার দিকে কিশোরীর কাছে পানি খেতে চায় রিয়াজ। তখন কিশোরী তার রুমে পানি নিয়ে যায়। ওইসময় রিয়াজ তাকে ধর্ষণ করে। এসময় কিশোরীর মা বাবা কেউ বাসায় ছিলনা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেস্টা চলছে। এবিষয়ে মামলা হয়েছে।









Discussion about this post