নারায়ণগঞ্জ সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান কে ইঙ্গিত করে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন ‘আপনি বলেন, হাতের পাঁচটা আঙুল নাকি সমান না। যেগুলো সমান না সে আঙুলগুলো কাটেন না কেন ? বড় বড় কথা বলার জন্য বড় একটা শ্রেণি আছে, যারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। আপনারা নিজেরাই কামড়া কামড়িতে লেগেছেন।
কামড়াকামড়ির ফলে আপনারা এখন এমন কথা বলেন। অথচ এই কথা আগেই মেয়র সাহসের সাথে বলেছেন। আর আপনারা ভন্ডামি করার জন্য এইসব কথা বলেন।’
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ হকারের নগরী, শিল্পনগরী, পর্যটন ও ব্যবসার কেন্দ্র এই নগরী। নারায়ণগঞ্জ আজকে ধনী জেলা। কিন্তু আরেকদিকে দূষিত শীতলক্ষ্যা, যেই শীতলক্ষ্যায় লাশ পড়ে, দূষিত বায়ু, দূষিত ফুটপাত। ফুটপাত দিয়ে মা-বোনেরা বাচ্চাকে নিয়ে হেঁটে স্কুলে যেতে পারে না। হাঁটার জায়গা নাই। নারায়ণগঞ্জ অনেক ঐতিহ্যে সমৃদ্ধ কিন্তু এই নারায়ণগঞ্জকে ধ্বংসস্তুপে পরিণত করছে কারা এইটা আমার প্রশ্ন।’
অ্যাডভোকেট মাসুম বলেন, ‘একজন মানবাধিকারকর্মী হিসেবে আমি অনেক স্বপ্ন দেখি। তার মধ্যে আমি একটি সুন্দর-শান্তিময় নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি। সেখানে ফুটপাত হকারমুক্ত থাকবে, ফাঁকা ফুটপাতে মানুষ হাঁটবে। যেখানে যানজট থাকবে না, মেয়াদোত্তীর্ণ বাস থাকবে না। অনেককিছুই প্রশাসনের করা উচিত। আমি বলবো, আজকের জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ, সিটি করপোরেশন যার যার কাজটি করবে।’
নারায়ণগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে প্রশাসনিক কর্মকর্তাদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি জেলা প্রশাসক কেন মৌমিতাকে রাস্তায় চলতে দেন, মেয়াদোত্তীর্ণ বাসগুলোকে কেন চলতে দেন ? কেন স্ট্যান্ড বানায়, অটো রিকশাগুলো নারায়ণগঞ্জ চষে বেড়াচ্ছে ? মেয়র বলেছিলেন, হোন্ডা বাহিনী নারায়ণগঞ্জ দাবড়ে বেড়ায়। এই কথা এখন অনেকেই বলে। হাস্যকর।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান প্রমুখ।
সাপ্তাহিক ‘বিষের বাঁশী’ পত্রিকার ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন।









Discussion about this post