নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের মূর্তিমান আতঙ্কের নাম হানজালা বাহিনী। বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, জমিজমা বিক্রিসহ সব কাজেই হানজালা বাহিনীকে চাঁদা দিতে হয়। না দিলেই গুম, খুন, হামলা-মামলার শিকার হতে হয় এলাকার মানুষকে । চলে প্রকাশ্যে হানজালা বাহিনীর চাঁদাবাজি – অপকর্ম । অপরাধ সাম্রাজ্য যেন তার নিত্যসঙ্গি । সেই হানজালাকে হাতকড়াসহ র্যাব সদস্যদের আহত করে ছিনিয়ে নেয় সহয়োগিরা ।
অত্যান্ত দূর্ধর্ষ সেই কথিত সাবেক ছাত্রলীগ নেতা হানজালাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাবের ওপর হামলার ঘটনায় হানজালা নামে এক আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হানজালা হাতকড়াসহ পালিয়ে যান। হানজালা ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
ওইদিন সহযোগীরা র্যাবের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যান। এসময় র্যাবের চার সদস্য আহত হন। এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর রাতে র্যাব-১ এর ডিএডি নায়েক সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছিলেন।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানিয়েছিলেন, রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছেন বলে র্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে।
আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সহযোগীর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজারাকে ছিনিয়ে নেয় । এসময় হামলায় র্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, করপোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া, কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি আহত হন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এমন ঘটনায় এই দূর্ধর্ষ অপরাধীকে রক্ষা করতে কোর্ট এলাকার দালালদের ম্যনেজ করে এবয়ং দালালদের পরামর্শ মতে আদালতে আত্মসমর্পন করে সন্ত্রাসী হানজালা।









Discussion about this post