দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের পদ পদবী ব্যবহার করে নারায়ণগঞ্জের শাসক দলের নেতাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভূমিদস্যুতা. কভার্ডভ্যান ও কন্টেইনার থেকে এক্সপোর্ট করা মালামাল চুরি, নিজেদের কখনো র্রাব আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে সকল ধরণের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসলেও টনক নড়ে নাই কারো । শেষ পর্যন্ত এবার গ্রেফতার হলে নড়েচড়ে বসেছে ছাত্রলীগ ও শাসক দলের নেতারা ।
ছাত্রলীগ নেতাদের এমন কান্ডে এবার সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা শাখার আওতাধীন সোনারগাঁ পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা শাখাকে ওই ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেফতার করে পুলিশ।









Discussion about this post