আড়াইহাজারে পুলিশ পিটিয়ে গুরুতর আহত করাসহ নানাভাবে তান্ডব চালিয়ে অগ্নিসংযোগ করে সাদারণ কর্মীদের মামলার ফাঁদে ফেলে রাজধানীর গুলশানের পাঁচ তারকা হোটেলে আত্ম গোপন থেকে গ্ৰেফতারকৃত বিএনপির ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওই ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইজাহাজারে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও রাস্তায় আগুন দিয়ে সহিংসতা সৃষ্টিসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা করায় মামলা দায়ের করে পুলিশ ।
নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, আড়াইজাহার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্ৰেফতার ১৫ আসামির রিমান্ড শুনানি হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত তিন আসামির দুইদিন করে এবং বাকী ১২ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসাদুজ্জামান আরো বলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া (৬৯), সহ-সভাপতি শাকিল মিয়া (৪০), সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ (৫২), যুগ্ম সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৫১), সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৫৪), মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী (৪৫), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮), আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা (৪৬), বিএনপি নেতা ওসমান ( ৪৫), জালাল মিয়া ( ৩৬), সুমন খান ( ৩৮), জাকির ( ২৮ ), সফর উদ্দিন সরকার ( ৪৯) কে রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিজ্ঞ বিচারক ।
অর্থাৎ তাদের মধ্যে আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর দুইদিন করে এবং অপর ১২ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এমন ঘটনায় আদালতে উপস্থিত অনেকেই সমালোচনা করে বলেন, দেশের মানুষ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কারণে ত্রাহি ত্রাহি অবস্থা আর এই দ্রব্যমূল্যসহ নানা দূরবস্থার কারণে যখন বিএনপি আন্দোলন করছে তখন এই নেতারা লাখ লাখ টাকা ব্যয় করে অভিজাত গুলশানের ফাইভ স্টার হোটেলে থাকেন কি করে ? এতো টাকা খরচের উৎস্য কি ?
আড়াইহাজারের বাইত্যা ইন্দুর ওরফে ইন্দুইরা নজরুল ওরফে নজরুল ইসলাম আজাদ যিনি বিএনপির শীর্ষ নেতৃত্বে অবস্থান নিয়ে এমন বিশাল খরচের দায়িত্ব নিয়েছেন বলে সকলে মুখে চাউর রয়েছে ।









Discussion about this post